খুলনা শিশু একাডেমিতে বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মঙ্গলবার ১৫ ডিসেম্বর ২০২০, ৩০ অগ্রহায়ণ ১৪২৭
মুজিবশতবর্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল (সোমবার) সকালে খুলনা শিশু একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাহমিনা সুলতানা। স্বাগত জানান সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।
১৬ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।