রাষ্ট্রপতির নির্দেশনায় হতে যাচ্ছে প্রযুক্তি নির্ভর স্মার্ট বঙ্গভবন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ মহোদয়ের নির্দেশনায় স্মার্ট বাংলাদেশের আওতায় হতে যাচ্ছে প্রযুক্তি নির্ভর স্মার্ট বঙ্গভবন।

প্রযুক্তি নির্ভর স্মার্ট বঙ্গভবন রুপান্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপি মহোদয় এর নেতৃত্বে সার্বিক কারিগরি সহযোগিতা প্রদান করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আজ ৯ই জানুয়ারী ২০২৩ তারিখে মহামান্য রাষ্ট্রপতির সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট টিম ‘বঙ্গভবন আর্কাইভস এবং মিডিয়া তথ্য ব্যবস্থাপনা’ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন অবহিতকরণ বিষয়ক একটি সভা করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপি, সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম পিএএ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) জনাব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব (আপন বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল জনাব রাজু আহমেদ এসজিপি এএফডব্লিউসি, পিএসসি, প্রেস সচিব (সচিব, জন বিভাগ) জনাব মোঃ জয়নাল আবেদীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোস্তফা কামাল, এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জনাব ফরহাদ জাহিদ শেখ, চীফ ই-গভর্নেন্স স্ট্র্যাটেজিস্ট, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট জনাব মোঃ রাবিউল ইসলাম এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার (সংযুক্ত), জন বিভাগ, জনাব মোঃ জাহেদুল ইসলাম।

#a2i#SMARTBangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *